নিজস্ব প্রতিনিধিঃ
এডভোকেট আল আমিন জিকু প্রধান পক্ষ থেকে সোনারগাঁ বাসিকে ইংরেজি নববর্ষের ও শুভেচ্ছা অভিনন্দন ,
সোনারগাঁও উপজেলা সর্বস্তরের জনগণকে ইংরেজি নববর্ষ-২০২১ শুভেচ্ছা অভিনন্দন ,, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রতিটি ঘরে বহে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এমনটাই কামনা করেছেন এডভোকেট আল আমিন জিকু প্রধান , সাবেক ছাত্রনেতা সরকারি হরগঙ্গা কলেজ ২০০২ – ২০১২ সাল , সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোনারগাঁ থানা ছাত্রলীগ , সদস্য বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে তিনি জানান, ‘সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণ , আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিক লীগ সহ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে এবং সমগ্র দেশবাসীর প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।
পুরাতন দিনের সকল বেদনা, দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা ভুলে গিয়ে আমাদের নতুন ভাবে সবকিছু শুরু করতে হবে। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করব এটাই আমাদের প্রত্যাশা।