মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁ থানার দুই পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। (২৭ এপ্রিল)মঙ্গলবার রাতে তাদের বদলি করা হয়। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত তবিদুর রহমান ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসান উল্লাহকে বদলি করা হয়। তবে তাদের পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে বদলি করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. তবিদুর রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়। তবিদুর রহমানে স্থলে যোগদান করেছেন ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত মো. শফিকুল ইসলাম।
এছাড়াও তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি (ডিআই-২) তে বদলি করা হয়। তার স্থলে আসছেন মো. ইকবাল হোসেন।
বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান।