শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ২১সে আগস্ট গ্রেনেড হামলায় সেদিনই মরে যেতে পারতাম-এ,এইচ,এম মাসুদ দুলাল মাহফিলে প্রধান আকর্ষন আওলাদে রাসুল সৈয়দ বাহাদুর শাহ, প্রধান অতিথি আজমেরী ওসমান ও উদ্বোধক এম. এ. ওহাব। নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন- মারুফুল ইসলাম ঝলক। শোকাবহ আগস্টে কালো ব্যাজ বিতরণ করেন অ্যাডভোকেট নুরজাহান। সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় ছিনতাইয়ের কবলে টেক্সটাইল মিলের নাইটগার্ড। বন্দরে আসছেন আওলাদে রাসূল বাহাদুর শাহ মোজাদ্দেদী। সড়ক দুর্ঘটনায় নিহত রিমনের অকাল মৃত্যুতে মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সুজনের শোক প্রকাশ। বন্দর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল  নিহত

আড়াইহাজারে সড়ক  দূর্ঘটনায়  সুমিত  কুমার  হৃদয়  নামের  এক  পুলিশ কনস্টেবল  নিহত  হয়েছে।  নারায়ণগঞ্জের  আড়াইহাজারে  শনিবার  রাত সাড়ে  ১২ টার  দিকে  ঢাকা-আড়াইহাজার  সড়কের  উপজেলার  ফকির বাড়ি  নামক স্থানে  এই  ঘটনা  ঘটে।

নিহত  হৃদয়  উপজেলার  পাচঁগাও  দেওয়ান পাড়া  গ্রামের  শেখর  রঞ্জন  করের  ছেলে  এবং  নরসিংদী  জেলা  পুলিশে  কর্মরত  ছিলেন।  আড়াইহাজার  থানার  উপপরিদর্শক  (এস আই)  পলাশ  ক্রান্তি  রায়  জানান, হৃদয়  নরসিংদী  জেলা  পুলিশে  কর্মরত  ছিলেন।

ছুটি  নিয়ে  তিনি  বন্ধুদের  সাথে  মাধবদীতে  একটি  সামাজিক অনুষ্ঠানে অংশ  নেন । অনুষ্ঠান  শেষে  দুইটি  মটর  সাইকেল  নিয়ে ৪ জন  বন্ধু  ফিরে তাদের  বাড়ি  দেওয়ান পাড়া  যাওয়ার  পথে  উপজেলার  ফকির  বাড়িতে এসে  পিছনে  থাকা  মটর  সাইকেলটি  সামনের  মটর  সাইকেলকে  ধাক্কা দেয়।

এ  সময়  হৃদয়  পড়ে   রাস্তাতে থাকা  খুটির  সাথে  ধাক্কা  লেগে  গুরুতর আহত  হয়।  আহত  অবস্থায়  আড়াইহাজার  হাসপাতালে  নেওয়ার  পর  তার মৃত্যু  হয়।

এই  ঘটনায় আহত হয় আরো ৩ জন।  নিহত  হৃদয়ের  এক  ভাই  ও   এক বোন  ছিল।  গত  ৩  বছর  আগে  সে  বাংলাদেশ  পুলিশ  বাহিনীতে  যোগদান করেন।  তার  মৃত্যুতে  গোটা  এলাকায়  শোকের   ছায়া  নেমে  এসেছে ।  আড়াইহাজার  থানার  ওসি  নজরুল  ইসলাম  ঘটনা  নিশ্চিত  করেন।



আমাদের ফেইসবুজ পেইজ