মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ
বৃহষ্পতিবার (২০মে) দুপুর তিনটায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহষ্পতিবার রাত ৯ টায় মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দরগাহ্ বাড়ি কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের মায়ের মৃত্যুতে,সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন ক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।