নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়া গাড়ীতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ মে) বিকাল সাড়ে চারটার দিকে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকাগামী একটি সাদা রঙের নোয়া গাড়ীতে (ঢাকা মেট্রো-চ, ১১-৪১৮২) অভিযান চালিয়ে এই ইয়াবার চালান উদ্ধার ও গাড়ী জব্দ করে সোনারগাঁও থানার পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহ জালাল(৪০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বড় ভাটের চর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে।
সোনারগাঁও থানা পুলিশের এস আই আলমগীর জানান, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার এস এস সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি নোয়া গাড়ীতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মোঃ শাহ্ জালাল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ী জব্দ করা হয়।
পুরো অভিযানটি পরিচালিত হয় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,উদ্ধারকৃত ইয়াবা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আষাঢ়ীয়ারচর এলাকার মুরাদ নামের এক ব্যক্তির। সোনারগাঁ থানা পুলিশ বলে কোন মাদক ব্যবসায়ী ছার দেওয়া হবে না
সম্পাদক ও প্রকাশক: পারভেজ আহম্মেদ
বার্তা সম্পাদক আবুল বাশার সাওন
প্রধান কার্যালয় ২২/২ তোপখানা রোড ঢাকা বাংলাদেশ
মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং মল ষষ্ঠ তলা সোনারগাঁ নারায়ণগঞ্জ
Email muktirkotha400@gmail.com
Copyright © 2024 দৈনিক মুক্তির কথা. All rights reserved.