নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোসেনপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন বিদ্যালয়ের মাঠে, যুব সমাজের উদ্যোগে খেলাটি আয়োজন করা হয়।
এই ডিগবার টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করিবে এবং ছয়টি দলকে দুইটি গ্রুপে বিভক্ত করা হবে, গ্রুপে এ, থাকবে তিনটি দল, গ্রুপ বি,এ থাকবে তিনটি দল। প্রথম রাউন্ডের খেলা শেষ করে সরাসরি চারটি দল সেমিফাইনালে পৌঁছে যাবে।
উল্লেখ্য যে যুবসমাজ মাদক অন্যায় অপরাধ কাছ থেকে বিরত থেকে খেলাধুলায় মনোনিবেশ করুক উদ্যোক্তাদের আয়োজন তাতেই সফল বলে জানিয়েছে হোসেনপুর যুব সমাজ। এই ডিগবার টুর্নামেন্টে যে ছয়টি দল অংশগ্রহণ করিবে, রনি ডায়নামিক,ওল্ড বয়েজ, মরহুম আহম্মদ স্মৃতি সংসদ, সাইদুল স্পোর্টিং ক্লাব, নুরুল হক স্পোর্টিং ক্লাব, এলিভেন স্টার,
প্রকাশক: পারভেজ আহম্মেদ
সম্পাদক:শেখ এনামুল হক বিদ্যুৎ
বার্তা সম্পাদক আবুল বাশার সাওন
প্রধান কার্যালয় ২২/২ তোপখানা রোড ঢাকা বাংলাদেশ
মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং মল ষষ্ঠ তলা সোনারগাঁ নারায়ণগঞ্জ
Email muktirkotha400@gmail.com