নিজস্ব প্রতিবেদক: পারভেজ আহম্মেদ
কেন্দ্রীয় নির্দেশনায় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে সোনারগাঁ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নয়াপল্টনে অবস্থান।
৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ০৮ নভেম্বরে ২০২৪, শুক্রবার, বেলা ২-৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত ।
নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ।
উক্ত র্যালী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকক দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করেন।
এ সময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল দেশবাসীর সহযোগিতায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশনা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।