বন্দর উপজেলার কাইকারটেক হাজীসাহের মোড় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শুক্রবার সকাল ৫ টায় একজন নিহত হয়েছে।এসময় ৩ জন গুরুত্ব আহত হয়ে ঢাকা মেডিকেল নিয়ে গেছে । আজ শুক্রবার ভোর সকাল ৫. ৩০ মিনিটের দিকে সোনারগাঁও - বন্দর নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের কাইকারটেক হাজীসাহেব বাজারের মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত হচ্ছেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা,নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় গ্রামের মৃত্যু কাইয়ূম মিয়ার ছেলে রিমন (২৬) নিহত । আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই জন নিহত রিমনের বন্ধু ১। আরজিদ (২৫) পিতা ঃ আশিক ২। সাইহিদ (২৭) পিতাঃ দেলোয়ার হোসেন আর আহত সিএনজি চালক মোঃ তোফাজ্জল ( ৫৫) পিতা
নিহতের স্বজনরা জানায়, সকালে বন্ধুর বিয়ের আনুষ্ঠান থেকে মোটরসাইকেল করে দুই বন্ধু কে নিয়ে সোনাগাঁ জেলার চৌরাস্তার যাচ্ছিল। হাজীসাহেব বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৩জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্র লীগের সাবেক সহ- সভাপতি রাজু আহম্মেদ সুজন রিমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং আহত ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরজিদ এর সুস্থতা কামনায় দোয়া চান সকলের কাছে আল্লাহ তাকে সুস্থতা দান করেন। এবং নিহত রিমনের রুহু আত্মার মাগফিরাত কামনা করেন তার শোকতপ্ত পরিবারের জন্য সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক: পারভেজ আহম্মেদ
বার্তা সম্পাদক আবুল বাশার সাওন
প্রধান কার্যালয় ২২/২ তোপখানা রোড ঢাকা বাংলাদেশ
মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং মল ষষ্ঠ তলা সোনারগাঁ নারায়ণগঞ্জ
Email muktirkotha400@gmail.com
Copyright © 2024 দৈনিক মুক্তির কথা. All rights reserved.