নিজস্ব প্রতিবেদক: পারভেজ আহম্মেদ
নারায়ণগঞ্জ জেলা নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মুকুল ও নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা সহ ৭ জন।
জামিন পাওয়া অন্যরা হলেন সাবেক ছাত্রদল নেতা শাহীন আহমেদ সৌরভ,রাজীব,মোস্তাক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর মামলায় বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
হাইকোর্টের নির্দেশে এইদিন তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। আদালতে এদিন সকাল থেকে উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ৬ সেপ্টেম্বর বন্দরে হামলার শিকার হন বিএনপি নেতা টিপু সহ বেশ কয়েকজন। ওই ঘটনায় বিএনপি নেতা টিপু বাদী হয়ে আবুল কাউসার আশাসহ ৫৩ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ।
৫৩ জন আসামির মধ্যে আশা সহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। উচ্চ আদালতের জামিন বহালের আবেদনের শুনানি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হয়।