নিজস্ব প্রতিবেদক: পারভেজ আহম্মেদ
দেশীয় সংস্কৃতির বিকাশ ও প্রসারে কাজ করে যাচ্ছে “নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমি নাট্যদল”। গতকাল শহরের বাফেট রেস্টুরেন্ট এ নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমি নাট্যদলের দলপতি এম এ এম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রধান উপদেষ্টা মনোয়ার হোসেন শোখন এবং উপদেষ্টা মোঃ উজ্জ্বল ফরাজী। অলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মিলন উদ্দিন, মহিউদ্দিন, আক্তারুজ্জামন,রাজু খাঁন, আবদুল মোতালেব, আবু সুফিয়ান সরকার, ছালমা মনি, ফারহানা রহমান,জিতু ঘোষ, শ্যামল দত্ত,নাজমুল,সুমন প্রমুখ।
সভায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমির সকল নাট্যকর্মীদের সিদ্ধান্তে এম এ এম সাগরকে (আবদুল মান্নান সাগর) সভাপতি এবং মোঃ মিলন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট “নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমি” নাট্যদলের দুই বছর মেয়াদি নতুন কার্য নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা মোঃ উজ্জ্বল ফরাজী।