বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক। মরহুম নাসির উদ্দীনের কবর জিয়ারত ও শ্রদ্ধা যাপন করেছে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁ বিএনপির ৬ নেতা কারাগারে। কৃষকের ধান কেটে দিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। সোনারগাঁয়ে পলিথিন জাকিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। BHDS এর টঙ্গীবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তানভীর আহমেদ।  BHDS এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। এ এইচ এম মাসুদ দুলালের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ। বি আই ই এ নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

করোনায় জাবির বন্ধ ক্যাম্পাসে চলছে ফুটবল টুর্নামেন্ট

সাগর কর্মকার,জাবি প্রতিনিধি: কোভিড-১৯ আঁতঙ্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের এক মেডিকেল কর্মকর্তা সহ আবাসিক এলাকায় অবস্থানরত অন্তত ৩ জন মারা গেছেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অন্তত ১২জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারপর ও এসব উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় কর্মচারী কোয়র্টার সংলগ্ন মাঠে সেপ্টেম্বর মাসে শুরু হয়ে চলছে এ টুর্নামেন্ট। নিয়মিত খেলাধুলা চলছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠ, জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ মাঠ সহ অন্যান্য খেলার মাঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল-রাঙ্গামাটি মাঠটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা হওয়ায় খেলা চলাকালীন পাঁচ শতাধিক দর্শক উপস্থিত থাকেন। দর্শক সারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন পেশাজীবী লোকজনও দেখা গেছে। সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান কিংবা ¯স্বাস্থ্যবিধির বালাই নাই কারও।

খোঁজ নিয়ে জানা যা, বিশ্ববিদ্যালয় ও পাশ্বর্বর্তী এলাকায় অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানরা এ খেলার আয়োজন করে। ‘শেখ রাসেল টুর্নামেন্ট’ নামে আয়োজিত এ খেলায় অংশ গ্রহণ করেছে ক্যাম্পাস ও বাইরে অবস্থানরত বিভিন্ন পেশার লোকজন। দর্শক সারিতে ভিড় করেন ক্যাম্পাসের বাইরে থেকে আসা শত শত দর্শনার্থী। এ নিয়ে আবাসিক এলাকার কয়েকজন খেলা বন্ধ করার অনুরোধ করলেও কর্ণপাত করেনি কেউ। জনসমাগম সৃষ্টিকারি এ টুর্নামেন্ট করোনা সংক্রমণ বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় মাসব্যাপী টুর্নামেন্ট চললেও কেউ ভ্রুক্ষেপ করছেন না। প্রশাসনকে জানালেও খেলা বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয় নি।’ এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজনের করোনা উপসর্গ দেখা দিয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামসুর রহমান বলেন, ‘এ ধরণের পাবলিক গ্যাদারিং অবশ্যই ঝুঁকিপূর্ণ। খেলার মাঠে এবং দর্শক সারিতে সামাজিক দূরত্ব-¯স্বাস্থ্যবিধি মানা হয় না। তাছাড়া এখানে বহিরাগতদের মধ্যে ভাইরাস বহনকারী কেউ আছে কিনা যাছ্ইা করাও হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো নুরুল আলম বলেন অভিযোগ আসার পরে খেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আমি রেজিস্ট্রার মহোদয়ের সাথে এ বিষয়ে আলাপ করব।



আমাদের ফেইসবুজ পেইজ