October 18, 2024, 7:54 am
Headline :
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন। বন্দরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন, মাজারুল ইসলাম হিরন। সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার। সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ । হোসেনপুর ডিগ্রী কলেজে এডহক কমিটি গঠিত। আমরা ছিলাম আমরাই আছি সাবেক ছাত্রদল নেতা ফারুক সওদাগর বেগমগঞ্জ। বন্দরে নাসিকের পরিবহন টোল আদায় নিয়ে শিক্ষার্থী- ইজারাদার ও প্রশাসনের সমঝোতা। সোনারগাঁয়ে মান্নান সাহেবের নির্দেশে সকল ধর্মের লোকদের নিরাপত্তায় কাজ করছি আমরা মাসুম রানা। বিএনপি নেতা মোঃ মাসুম রানার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল। সোনারগাঁওয়ে মন্ডল পরিবারের সাথে এলাকাবাসীর আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল  নিহত

শেয়ার করুন

আড়াইহাজারে সড়ক  দূর্ঘটনায়  সুমিত  কুমার  হৃদয়  নামের  এক  পুলিশ কনস্টেবল  নিহত  হয়েছে।  নারায়ণগঞ্জের  আড়াইহাজারে  শনিবার  রাত সাড়ে  ১২ টার  দিকে  ঢাকা-আড়াইহাজার  সড়কের  উপজেলার  ফকির বাড়ি  নামক স্থানে  এই  ঘটনা  ঘটে।

নিহত  হৃদয়  উপজেলার  পাচঁগাও  দেওয়ান পাড়া  গ্রামের  শেখর  রঞ্জন  করের  ছেলে  এবং  নরসিংদী  জেলা  পুলিশে  কর্মরত  ছিলেন।  আড়াইহাজার  থানার  উপপরিদর্শক  (এস আই)  পলাশ  ক্রান্তি  রায়  জানান, হৃদয়  নরসিংদী  জেলা  পুলিশে  কর্মরত  ছিলেন।

ছুটি  নিয়ে  তিনি  বন্ধুদের  সাথে  মাধবদীতে  একটি  সামাজিক অনুষ্ঠানে অংশ  নেন । অনুষ্ঠান  শেষে  দুইটি  মটর  সাইকেল  নিয়ে ৪ জন  বন্ধু  ফিরে তাদের  বাড়ি  দেওয়ান পাড়া  যাওয়ার  পথে  উপজেলার  ফকির  বাড়িতে এসে  পিছনে  থাকা  মটর  সাইকেলটি  সামনের  মটর  সাইকেলকে  ধাক্কা দেয়।

এ  সময়  হৃদয়  পড়ে   রাস্তাতে থাকা  খুটির  সাথে  ধাক্কা  লেগে  গুরুতর আহত  হয়।  আহত  অবস্থায়  আড়াইহাজার  হাসপাতালে  নেওয়ার  পর  তার মৃত্যু  হয়।

এই  ঘটনায় আহত হয় আরো ৩ জন।  নিহত  হৃদয়ের  এক  ভাই  ও   এক বোন  ছিল।  গত  ৩  বছর  আগে  সে  বাংলাদেশ  পুলিশ  বাহিনীতে  যোগদান করেন।  তার  মৃত্যুতে  গোটা  এলাকায়  শোকের   ছায়া  নেমে  এসেছে ।  আড়াইহাজার  থানার  ওসি  নজরুল  ইসলাম  ঘটনা  নিশ্চিত  করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page