পারভেজ আহম্মেদ: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বেগমগঞ্জ উপজেলার, ১ নং আমানুল্লাহপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মোঃ ফারুক সওদাগর তার একান্ত সাক্ষাৎকারে দৈনিক মুক্তির কথা কে জানান,
বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশের জনতা ছাত্র সবাই একই প্লাটফর্মে এসে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম ত্যাগ,করে নতুন বাংলাদেশ গড়েছেন পেয়েছে বাঙালি স্বাধীনতা, তিনি আরো বলেন আমাদের সময় রাজনীতিটা ছিল আরো কঠিন এত সহজ ছিল না তখন জুলুম ছিল আরো বেশি আমার ব্যক্তিগত দল বিএনপি ক্ষমতাচ্ছন্ন হওয়ার পর,
আমাকে কয়েকবার আমাকে বৌদ্ধ বাজারের চোরা মানিক তুলে নিয়ে মারধর করে এবং মুক্তিপণ দাবি করে আমার পরিবার না পেরে চোরা মানিককে দুই লক্ষ টাকার মতো দিয়ে আমাকে ফিরিয়ে আনে, আমাকে মেরে ফেলার হুমকি দেয় বলে রাজনীতি করলে তোকে একবারে মেরে ফেলবো,
আমি প্রাণের বয়ে, লুকিয়ে লুকিয়ে থাকতাম, তারপর এক পর্যায়ে কিছু না করতে পেরে বিদেশে পাড়ি জমাই চলে আসলাম মালয়েশিয়া দীর্ঘদিন কর্মব্যস্ততায় যাচ্ছে, এখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়াতে কত মানুষ দেখি যারা দলের দুঃসময় ছিল না,
আমরা সেই দুঃসময়ের জিয়ার সৈনিক বরকত উলা বুলুর সৈনিক, আমরা চাই সোনার বাংলাদেশ মানুষের নিরাপত্তা এবং অধিকার।